অক্সফোর্ডের সেন্ট্রাল মসজিদের প্রবেশপথে শুয়োরের মাংস এবং একটি ইসরায়েলি পতাকা ফেলে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ আগস্ট রাত ১:৪০ মিনিটের কিছু আগে।
থেমস ভ্যালি পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট বেন ক্লার্ক বলেন, “এটি মসজিদ ব্যবহারকারীদের অপমান ও উসকানি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। আমাদের সমাজে এর কোনো স্থান নেই এবং আমরা দায়ীদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি।”
তিনি আরও জানান, গোয়েন্দারা তদন্তে সক্রিয় রয়েছে এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মসজিদটি এখনো খোলা রয়েছে এবং পুলিশ ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে।
যারা এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাদের ১০১ নম্বরে ফোন করার বা ঘটনাটির রেফারেন্স নম্বর ৪৩২৫০৪২৩১৩৮ উল্লেখ করে অনলাইনে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।