Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

ডেস্ক সংবাদ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলার মেয়েরা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ২৯ রানেই গুটিয়ে দিয়েছে। টাইগ্রেসরা জয় তুলে নিয়েছে ১২০ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা করেছিল ১৪৯ রান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুয়ালালামপুরে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে টাইগ্রেসরা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও মোছা. ইভা দারুণ সূচনা এনে দেয় বাংলাদেশকে। ৫ ওভার ৪ বলের এই জুটিতে ওঠে ৪৫ রান। ফেরার আগে ছোয়া খেলেন ২৬ রানের ইনিংস। পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৪৬ রান। এরপর তিনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা ১ রানে বিদায় নেন। দলীয় ৫০ (৫৩) পার হওয়ার পর ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন ওপেনার ইভা।
দ্রুত তিন উইকেট হারানো টাইগ্রেসরা কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৮৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ বাকি পথটা পাড়ি দেয় জান্নাতুল মাওয়া ও সাদিয়া আক্তারের ব্যাটে। দলের পক্ষে মাওয়া খেলেন সর্বোচ্চ রানের ইনিংসটি। তিনি ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। তবে দলের পক্ষে সবচেয়ে কার্যকরী ইনিংসটি আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। তিনি ১৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ তোলে বাংলাদেশের মেয়েরা।
দেড়শ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার মেয়েরা ছিল আসা-যাওয়ার মিছিলে। তারা ১৪ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে মাত্র ২৯ রান তুলতে পারে। এর মধ্যে অতিরিক্ত রানই ছিল ১২! পুরো ইনিংসে বাউন্ডারি এসেছে মাত্র একটি।
দলটির পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে ওপেনার নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুনের ব্যাট থেকে। তিনি করেন ৫ রান! দলের পক্ষে একমাত্র বাউন্ডারি (ফোর) এসেছে তার ব্যাট থেকেই। স্বাগতিকদের তিন ব্যাটার ফিরেছেন শূন্য রানে, তিনজন ফিরেছেন এক রানে, দুইজন তিন রান করে ফিরেছেন। বাকি এক ব্যাটার অপরাজিত থাকেন ১ রানে।
বাংলাদেশের পক্ষে নিশিতা আক্তার নিশি ৩ ওভার ৫ বল করে ৩ রানে শিকার করেছেন পাঁচটি উইকেট। হাবিবা ইসলাম চার ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। আনিসা আক্তার চার ওভারে পাঁচ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তবে ফারজানা ইয়াসমিন তিন ওভারে ৮ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-51623-1737116182
ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার
ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার
reform-2-768x432 (1)
সংস্কার প্রস্তাব: সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের
সংস্কার প্রস্তাব: সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের
musk_tulip
টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট
টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট
Screenshot_20250117-182520
সিলেটের চাঁদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিলেটের চাঁদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
rijvi-2-768x432
শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী
শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী
imran-khan-2-768x432
ইমরান খানের ১৪ ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
ইমরান খানের ১৪ ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

সম্পর্কিত খবর