যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলে, তাকে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।
নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এক অভিবাসীর বাস্তব উদাহরণ তুলে ধরে লেখেন, “অবৈধ অভিবাসন হলো অপরাধচক্রের ব্যবসা, যাদের কাছে মানুষের জীবন কোনো গুরুত্ব রাখে না। আমার প্রথম অগ্রাধিকার এই নোংরা ব্যবসা বন্ধ করা।”
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযানে রেইড ও গ্রেফতারের হার ৫০ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে অবৈধভাবে যুক্তরাজ্যে ঢোকা কঠিন হয়ে পড়ে।
তবে প্রধানমন্ত্রীর এই পোস্ট সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। হাজারো মন্তব্যের বড় একটি অংশে সরকারের অভিবাসন নীতি এবং ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের বিষয়ে ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
সমালোচকরা বলছেন, ঘোষণা নয়, বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপই এখন জরুরি। সরকারি তথ্যে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারের নীতিগুলো কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকায় অপরাধচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে, ফলে অভিবাসন সংকট আরও জটিল রূপ নিয়েছে।
সূত্র: সামাজিক মাধ্যম