Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজ পবিত্র আশুরা

ডেস্ক সংবাদ

আজ রবিবার, ১০ই মহররম, পালিত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন—পবিত্র আশুরা। এই দিনটি কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে পালন করা হয়, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবার নির্মমভাবে শহীদ হন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগম্ভীরতায় দিনটি পালন করা হচ্ছে। আশুরাকে কেন্দ্র করে ইসলামিক ইতিহাসে এই দিনটি শুধু শোকের নয়, বরং তা আত্মত্যাগ, প্রতিবাদ ও ন্যায়ের সংগ্রামের এক চিরন্তন প্রতীক।

ইসলামি ধর্মীয় বর্ণনায় আশুরার দিন রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। হাদিস অনুযায়ী, রাসূল (সা.) নিজেও এই দিনে রোজা রেখেছেন এবং তা অনুসরণ করতে বলেছেন। তাই আজকের দিনে অনেক মুসলমান নফল রোজা পালন করছেন, দোয়া-মোনাজাত করছেন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন।

শিয়া সম্প্রদায়ের পাশাপাশি সুন্নি মুসলমানরাও দিনটিকে আত্মশুদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে পালন করে আসছেন দীর্ঘকাল ধরে।

পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানায়, আশুরার তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কারবালার আত্মত্যাগ ছিল ন্যায় ও ইনসাফের জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ইমাম হোসেন (রা.)-এর সংগ্রাম আজও মানবতাবাদী চেতনার অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, আজকের প্রেক্ষাপটে আমাদের দেশে ফ্যাসিবাদ, গণতন্ত্রহীনতা, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করতেও কারবালার শিক্ষা আমাদের শক্তি জোগাতে পারে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আশুরার বাণীতে বলেন, ইমাম হোসেন (রা.) ও তার সাথীদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দিনটি আমাদেরকে সত্য, ন্যায় ও সাম্যের পথে চলতে প্রেরণা দেয়।

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

5645545445541211221.jpg645b3b58a9a0d
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
394781
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
aca64a34f62141d3a15012f08955c55f9afb2131638cab82
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
Untitled-1-copy-8
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
28-20241112000300
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
image_222097_1757616440
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সম্পর্কিত খবর