Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আমার স্বামীকে কেউ অসম্মান করলে তাঁকে এড়িয়ে চলব : বুবলী

ডেস্ক সংবাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এবারের ঈদুল আজহায় তাঁর অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’ এবং শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেয়েছে। তবে ‘রিভেঞ্জ’ সিনেমার প্রচারণায় বুবলীকে খুব একটা সক্রিয় দেখা যায়নি, এমন অভিযোগ করেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল। ইকবাল দাবি করেছেন, সম্ভবত শাকিব খানের ‘তুফান’ মুক্তির কারণে বুবলী ‘রিভেঞ্জ’ সিনেমার প্রচারণায় অংশ নেননি। তবে বুবলী জানিয়েছেন, তিনি বিভিন্ন টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে ‘রিভেঞ্জ’ সিনেমা নিয়ে কথা বলেছেন।

বুবলী বলেন, ‘‘আমার পরিবারের সদস্যরা, সহশিল্পীরা, এমনকি আমার স্বামীও আমাকে পরামর্শ দিয়েছেন—যদি কেউ আমার বা আমার পরিবারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করে, তাহলে আমি সেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখব না।’’ তিনি আরো জানান, ‘‘যেদিন থেকে দেখলাম শাকিব খানের বিষয়ে ইকবাল ভাই কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, সেদিন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। তারপর থেকেই তিনি আমার ব্যাপারে খারাপ কথা বলা শুরু করেন। এরই মধ্যে ‘রিভেঞ্জ’ এবং ‘বিট্রে’ সিনেমার শুটিং শুরু হয়ে গেছে, এবং পেশাগত কারণে আমি কাজগুলো শেষ করেছি।’’

এদিকে, পরিচালক মো. ইকবাল তার নতুন সিনেমা ‘বিট্রে’ থেকে বুবলীকে বাদ দিয়েছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘‘‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং আমি চার বছর আগে করেছি। তখন পরিস্থিতি ভালো ছিল, ইকবাল ভাই আমাকে ছোট বোনের মতো সম্মান দিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু কিছুদিন পর থেকে তিনি আমার সিনেমা এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য শুরু করেন।’’

তিনি আরো বলেন, ‘‘‘রিভেঞ্জ’ সিনেমায় আমি শুধু আমার অংশের শুটিং করেছি, বাকী কাজ পরিচালকের দায়িত্ব। তবে তিনি তার সিনেমার সব দায় নায়ক-নায়িকার ওপর চাপিয়ে দিচ্ছেন, যা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, সরে আসাই ভালো।’’

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমার প্রধান চরিত্রে বুবলীর সাথে ছিলেন জিয়াউল রোশান। তবে সিনেমাটি দর্শকদের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয় এবং মুক্তির চার দিন পরেই স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_1
মাঝ আকাশে পান খাওয়ার দাবিতে সিলেটি বৃদ্ধা যাত্রীর হইচই
মাঝ আকাশে পান খাওয়ার দাবিতে সিলেটি বৃদ্ধা যাত্রীর হইচই
Naogaon_pic
অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
sw_1748708086
ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল
ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল
395422
যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশিদের জন্য ২টি সুখবর
যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশিদের জন্য ২টি সুখবর
395386
ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই
ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই
395360
যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল
যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল

সম্পর্কিত খবর