চিলিতে চলছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১০টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে, যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা পড়েছে একই গ্রুপে। বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়। তবে, এই ম্যাচে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় আর্জেন্টিনা। ১০-০ গোলে সেলেসাওরা হারায় আলবিসেলেস্তেরাকে।
ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিটি সুযোগই কাজে লাগিয়েছিল। গ্যাব্রিয়েল এবং ইয়ুরি আর্জেন্টিনাকে একেবারেই কোন সুযোগ দেয়নি। বাইসাইকেল কিক, ফ্রি-কিক বা পেনাল্টি—যতটুকু সুযোগ পেয়েছিল, সবটাই পূর্ণভাবে কাজে লাগিয়েছে ব্রাজিলের যুব দল। এর ফলে, আর্জেন্টিনার পক্ষে কিছুই করার ছিল না।
‘বি’ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া রয়েছে পেরু, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা। গ্রুপের সবগুলো ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অপরদিকে, আর্জেন্টিনা তাদের গ্রুপে চার ম্যাচে একটি মাত্র জয় নিয়ে বিদায় নিয়েছে।