আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন নামীয় ও ৫০–৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই মামলার বাদী হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে জশনে জুলুস চলাকালে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
মামলাটি ৮ সেপ্টেম্বর থানায় রেকর্ড করা হয় (মামলা নম্বর ১৭)। এতে দৌলতবাড়ি দরবার শরিফের পীর শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি ও মুফতি তাহেরীকে চতুর্থ আসামি করা হয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানা পুলিশ ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।