দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের। বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারী প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয় অনেকেই, যার মধ্যে অন্যতম সুবিধা হলো ভিডিও ডাউনলোড করে ইন্টারনেট ছাড়া অফলাইনে দেখা।
এবার এই ভিডিও ডাউনলোডের সুবিধা ইউটিউব বিনা মূল্যে সাধারণ ব্যবহারকারীদের জন্যও চালু করেছে। এখন ইউটিউব অ্যাপে ভিডিওর নিচে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করেই ভিডিও ডাউনলোড করা যাবে। তবে এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
প্রিমিয়াম গ্রাহকরা উচ্চমানের (১০৮০পি, ৭২০পি) ভিডিও ডাউনলোড করতে পারেন, কিন্তু বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য ভিডিওর সর্বোচ্চ রেজল্যুশন সীমাবদ্ধ করা হয়েছে ৩৬০পি ও ১৪৪পিতে। এছাড়া ডাউনলোডের সংখ্যাতেও সীমাবদ্ধতা রয়েছে, যা প্রিমিয়াম গ্রাহকদের ক্ষেত্রে নেই।
আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, বিনা মূল্যে ইউটিউব মিউজিকের গান বা মিউজিক ভিডিও ডাউনলোড করা যাবে না। এগুলো অফলাইনে দেখার জন্য এখনও প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের মাসিক মূল্য ২৩৯ টাকা, যা ব্যবহারকারীদের বিজ্ঞাপনবিহীন, উচ্চমানের ভিডিও ও সীমাহীন ডাউনলোড সুবিধা দেয়।
তবে ইউটিউব প্রিমিয়াম লাইট প্ল্যানে ডাউনলোড সুবিধা নেই, তাই সেটি নেওয়ায় এই সীমাবদ্ধতা কাটবে না।
গুগল মূলত ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে উৎসাহিত করতে এই নীতি নিয়েছে।