Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইয়েমেনিরা অবশ্যই বিজয়ী হবে, হুতিদের প্রশংসায় খামেনি

ডেস্ক সংবাদ

দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হুতিদের এই পাল্টা প্রতিরোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (১৮ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি লেখেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। একমাত্র পথ হলো প্রতিরোধ।’
খামেনি আরও লেখেন, ‘মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে।’
এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সোমবার ‍হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
যদিও হুতিদের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববারও হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির দাবি, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে, মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এমন কোনো হামলার তথ্য পাননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন।
সূত্র: আল জাজিরা

 

Print
Email

সর্বশেষ সংবাদ

395313
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
image_222462_1757716716
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
image_222485_1757734663
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
image_222486_1757735052
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
405915
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
3279e3a0-9a55-11ed-aa33-31aea7c86895.jpg
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী

সম্পর্কিত খবর