Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে বড় সুখবর

ডেস্ক সংবাদ

এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা ও বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান।
তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’
উপদেষ্টা বলেন, ‘কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’
শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, ‘এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ১-২ বাজেটে হবে না, ভবিষ্যতে ৩-৪ বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে।’
‘অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে, ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই। কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়,’ যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা- এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা তো সংঘবদ্ধ না। তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত।’

Print
Email

সর্বশেষ সংবাদ

391720
দেশে না থেকেও আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
দেশে না থেকেও আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
1752048878.EC
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল ইসি
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল ইসি
Screenshot_19
জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
d176e750-5c13-11f0-960d-e9f1088a89fe-800x445
গোল্ডম্যান শ্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
গোল্ডম্যান শ্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
Screenshot_14
যুক্তরাজ্যের সংসদে ম্যাক্রোঁর ভাষণের ৫টি মূল বিষয়
যুক্তরাজ্যের সংসদে ম্যাক্রোঁর ভাষণের ৫টি মূল বিষয়
Screenshot_15
স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন এড মিলিব্যান্ড
স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন এড মিলিব্যান্ড

সম্পর্কিত খবর