সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় যুক্ত হলো নতুন সুবিধা। এখন থেকে আগত যাত্রীরা অ্যারাইভাল হলে বিনামূল্যে টেলিফোন ও ওয়াই-ফাই সেবা পাবেন।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সহায়তায় এই সেবা চালু করা হয়েছে। বিষয়টি শনিবার (৬ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।
তিনি বলেন, “এটি যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ, ঝামেলাবিহীন ও আনন্দদায়ক করে তুলবে।”
জেলা প্রশাসক আরও জানান, আগামী তিন দিনের মধ্যে পুরো বিমানবন্দরজুড়ে বিনামূল্যের ইন্টারনেট সেবা চালু করা হবে। তিনি বিটিসিএলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।