Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

ডেস্ক সংবাদ

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ সমবেত হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর!”, “ফিলিস্তিন স্বাধীনতাকে সমর্থন জানাও!” এবং “ইসরায়েলের গণহত্যা বন্ধ কর!”—এমন শ্লোগানে স্লোগান দেন। সিলেট শহরের কেন্দ্রীয় পয়েন্টগুলোর মধ্যে কোর্ট পয়েন্ট, রাজপথ ও অন্যান্য সড়কগুলোতে বিশাল মানব সমাবেশ দেখা গেছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী সংগঠনগুলোর সদস্যরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত এই বর্বরতা বন্ধ করা হয়।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের মানুষের উপর চলমান ইসরায়েলি হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা শান্তিপূর্ণ উপায়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিবাদ করেছি। আমরা বিশ্বের অন্যান্য দেশের জনগণের কাছে আহ্বান জানাই, যেন তারা আমাদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।”

এদিকে, সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে উপস্থিত হন।

প্রতিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে সিলেটবাসী আন্তর্জাতিক সমাজের কাছে গাজার মানুষদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

395372
সিলেটকে অপরাধমুক্ত করতে দুই দিনে গ্রেফতার ৭৮ জন
সিলেটকে অপরাধমুক্ত করতে দুই দিনে গ্রেফতার ৭৮ জন
395313
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
image_222462_1757716716
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
image_222485_1757734663
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
image_222486_1757735052
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
405915
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে

সম্পর্কিত খবর