Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা

ডেস্ক সংবাদ

পূর্ব লন্ডনের সেমিনারে বক্তব্য ড. ওমর আবাশেইখ-এর

গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC)-এর সদস্য রাষ্ট্রগুলোতে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য রয়েছে বিস্তৃত কর্মক্ষেত্র ও আইনী সেবার সুযোগ। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীরা চাইলে এই অঞ্চলে নিজেদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিসরে আইনপেশা বিস্তারের সম্ভাবনা রাখেন।

এই কথাগুলো বলেছেন হ্যালকন সিস্টেমস এলএলসি’র সিনিয়র লিগ্যাল কাউন্সেল, বিশিষ্ট আইনজীবী ড. ওমর আবাশেইখ। তিনি ১৫ আগস্ট, শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটে অবস্থিত মাইক্রোবিজনেস সেন্টারে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স (এসবিবিএস) এবং ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিপিবিএ)। সভাপতিত্ব করেন এসবিবিএস-এর সভাপতি সলিসিটর মোহাম্মদ নুরুল গাফ্ফার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সলিসিটর মুনশাত চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে ড. আবাশেইখ বলেন, গালফ অঞ্চলের প্রায় ৫ কোটিরও বেশি জনসংখ্যা এবং উন্নয়নশীল অর্থনীতি আইন, ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সেবা প্রদানের জন্য একটি বড় ক্ষেত্র তৈরি করেছে।
বিশেষ করে ফাইন্যান্স, কন্ট্রাক্ট, ট্যাক্স, প্রফেশনাল ডিসিপ্লিন, রিয়েল এস্টেট লিটিগেশন, ফরেন ইনভেস্টমেন্ট, কমপ্লায়েন্স, গণমাধ্যম ও অবহেলা সংক্রান্ত আইনে প্রচুর চাহিদা রয়েছে।

তিনি বলেন, এই দেশে আইনপেশায় প্রবেশের জন্য প্রয়োজন প্রাসঙ্গিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন। পাশাপাশি, মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে এই ঘাটতি পূরণে ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও জানান, ব্রিটিশ আইনজীবীদের মধ্যে আগ্রহীরা দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার (DIFC)আবুধাবি গ্লোবাল মার্কেট (ADGM)-এর মতো প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন। এগুলোর মাধ্যমে গালফ অঞ্চলের আইনব্যবস্থায় অভিজ্ঞতা অর্জনই হতে পারে সফল প্রবেশপথ।

তিনি আইনজীবীদেরকে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইল তুলে ধরার আহ্বান জানান, যাতে গালফ অঞ্চলে সুনাম গড়ে তোলা যায়। তিনি আশ্বাস দেন, গালফ দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের আইনজীবীদের সংযোগ ঘটাতে তিনি নিজ উদ্যোগে সহায়তা করবেন।

সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রিমিনাল ব্যারিস্টার ইসলাম খান। তিনি সম্প্রতি প্রয়াত তিন আইনজীবী—ব্যারিস্টার ওমর ফারুক, সলিসিটর আশফাক আহমেদ এবং আবদুল রকিব-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের বাংলাদেশি আইনজীবীরা আজ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। এই সফলতা আরও ছড়িয়ে দিতে বাংলাদেশি মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কারণ, মিডিয়ার সহায়তায় আমাদের আইনজীবীদের কাজের স্বীকৃতি বিশ্বজুড়ে পৌঁছানো সম্ভব হবে, বিশেষ করে গালফ অঞ্চলে।

Print
Email

সর্বশেষ সংবাদ

IMG-20250817-WA0010-1536x864
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
casement
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
1734070072HOMME
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
House-in-Britain
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
skynews-tractor-m20_6994532
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
IMG-20250818-WA0003
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সম্পর্কিত খবর