সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নিখোঁজের বিষয়ে ভুয়া পোস্টের প্রবণতা পুলিশের নজরে এসেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই ধরনের ভুয়া তথ্য প্রচার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সন্ধ্যায় পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার পুলিশ সুপার ইনামুল হক সাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সচেতন রয়েছে। তিনি সবাইকে এ ধরনের ভুয়া খবর থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তি বা আতঙ্ক এড়াতে সবার সচেতনতা জরুরি।