Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গুডমেইজে বিবিসিসিআই বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ রোববার

ডেস্ক সংবাদ

রোববার দিনব্যাপী আয়োজন, প্রস্তুত দুই সংগঠনের প্রতিনিধি দল

আগামী ৩ আগস্ট রোববার পূর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী প্রীতি ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এবং বাংলা মিডিয়ার সম্মিলিত সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব

এই খেলাকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন। এতে দুই সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও আয়োজনের নানা দিক তুলে ধরেন।

বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, “খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্য ধারণ করে, সেটাই আমাদের লক্ষ্য।”
দলের অধিনায়ক ও সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বলেন, “জয়-পরাজয় মুখ্য নয়, অংশগ্রহণটাই বড় কথা। এই আয়োজন কমিউনিটিতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে।”

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের জানান, “সাংবাদিক ও ব্যবসায়ীরা এবার মাঠে খেলোয়াড় হিসেবে নামছেন, যা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে। এতে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “এই ম্যাচ দুই মর্যাদাপূর্ণ সংগঠনের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।”

লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ ও সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম জানান, এমন আয়োজনে কমিউনিটির মানুষ একত্রিত হন, যা সামাজিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তাঁরা সবাইকে পরিবারসহ মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগের আমন্ত্রণ জানান।

প্রেস ব্রিফিং শেষে প্রতীকীভাবে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় করা হয়। আয়োজকদের ভাষ্যে, এটি শুধু প্রতীকী নয়, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিফলন।

Print
Email

সর্বশেষ সংবাদ

GettyImages-696622564-674ca3ef12af48cf85d27874dc7cc263
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
Screenshot_25
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
81768281-l
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
1000264292-f43899b4e58a2ed4f0815fc7be87f3ee
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
Screenshot_24
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
valo-sobi-2-20180920132203
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর

সম্পর্কিত খবর