অনলাইনে ভুয়া চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি টাকার প্রতারণা চালানো একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন ইউনিট।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং সহযোগী আসাদ (৩০)।
সিআইডি জানায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইন নজরদারির ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চক্রটি অনলাইনে ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা টেলিগ্রামের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগে স্বল্প সময়ে কয়েক গুণ লাভের প্রলোভন দিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। চক্রটির সঙ্গে দেশি-বিদেশি আরও কেউ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
অভিযানে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং একাধিক ভুয়া সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
সিআইডি জানিয়েছে, তদন্তের মাধ্যমে চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক চিহ্নিত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।