জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোট গণনার কক্ষে উপস্থিত সহকর্মী পোলিং কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন।
নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এই দুঃখজনক মুহূর্তে আমরা উনার জন্য দোয়া চাই। তবে আমাদের যে দায়িত্ব চলছে, সেটাও শেষ করতে হবে।’
তিনি আরও জানান, জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে ভোট গণনার দায়িত্বে ছিলেন। সেখানে ভোট গণনার কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছিলেন। কিন্তু কার্যালয়ে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।