কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইন ভিসা প্রতারক চক্রের এক নারী সদস্যকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকৃত ব্যক্তি হলেন জুই আক্তার (২৪), যিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের কালকিনির কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিনের কাছ থেকে বিকাশ ও নগদ বিভিন্ন মাধ্যমে ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জুই আক্তার। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জুই তার প্রতারণার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।