Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি

ডেস্ক সংবাদ

এবারের মতো আর কোনো আসরেই বিপিএল এতো বিতর্কের জন্ম দেয়নি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এক দুর্বার রাজশাহীই যে পরিমান জল ঘোলা করেছে তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ভালোভাবেই নষ্ট হয়েছে। বিপিএলের দুর্নামের খাতা আরও ভারি হয়েছে গতকাল। পারিশ্রমিক পরিশোধ না করায় গতকাল ম্যাচ বয়কট করেছে দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। ফলে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশি ছাড়াই ম্যাচ খেলেছে।
বিশেষ বিবেচনায় বিদেশি ছাড়াই রাজশাহীকে মাঠে নামতে দিলেও এবার নড়েচড়ে বসেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির ন্যাক্কারজনক কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে টালবাহানার কারণে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের যেকোনোভাবে এখন আইনি ব্যবস্থা নিতে হবে। টাকা দিতেই হবে নতুবা আমাদের বিপিএলের সম্মান নষ্ট হবে। চুক্তিভিত্তিক দায়বদ্ধতার জায়গায় চেক ডিজঅনার এবং অন্য যেসব নিয়ম লঙ্ঘন করা হয়েছে সেসব ব্যাপার খুঁজে বের করা হবে দ্রুতই এবং কাজের মাত্রা অনুযায়ী সকল ব্যাপারে মামলা দায়ের করা হবে। বোর্ড তাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু তারা সকল লিমিট ছাড়িয়ে গিয়েছে। তাদেরকে একটি চুক্তি দেওয়া হয়েছিল। তারা চুক্তির নীতি ভঙ্গ করেছে। এখনও পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নেইনি কিন্তু এরপর আমি সব ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’
এর আগেও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন এই বিসিবি কর্তা।
চট্টগ্রাম পর্বের শুরুতে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার বিষয়টি সামনে আসে। বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে অনুশীলন বয়কট করে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি খেলোয়াড়রা। তবে বিসিবির হস্তক্ষেপে সে সময় সমাধান হয়।
এবার বকেয়া বেতনের দাবিতে ম্যাচ বয়কটের পথে হাঁটে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। বিদেশিদের খেলাতে নগদ অর্থ নিয়ে তাদের দরজায় নকচ করা হলেও নাকি দরজা খোলেননি তারা। দেশি খেলোয়াড়দের অবশ্য দেয়া হয়েছে চেক। শেষ পর্যন্ত বিসিবি বিশেষ বিবেচনায় রাজশাহীকে বিদেশী খেলোয়াড় ছাড়াই ম্যাচ খেলার অনুমতি দেয়।
মাঠের খেলায় অবশ্য রাজশাহী এদিন চমক দেখিয়েছে। শক্তিশালী রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়ে দিয়েছে তারা। এই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা জোরাল হয়েছে তাদের।

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর