আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। উন্নয়ন ও মেরামত কাজের কারণে এই সময়ব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
-
লাক্কাতুরা উপকেন্দ্র: কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বড় বাজারসহ আশপাশের এলাকা।
-
আম্বরখানা উপকেন্দ্র: ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, পীর মহল্লা, হাউজিং এস্টেট, আম্বরখানা, দরগা মহল্লা, জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, স্টেডিয়াম মার্কেটসহ বিস্তৃত এলাকা।
এছাড়া বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতায় জরুরি মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ফলে আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।