পাসপোর্ট এনডোর্সমেন্টের জন্য গ্রাহকদের কাছ থেকে নেওয়া ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এ সেবার জন্য তফসিলি ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, বিভিন্ন ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্টের সময় ভিন্ন ভিন্ন হারে ফি, সার্ভিস চার্জ এবং অতিরিক্ত কমিশন আদায় করে আসছে। এতে গ্রাহকরা বৈধভাবে বৈদেশিক মুদ্রা কেনায় আগ্রহ হারাচ্ছেন।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রাহকদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।