Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রাক্তন প্রেমিক নিয়ে খোলামেলা উত্তর প্রভার

ডেস্ক সংবাদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে তার সমালোচনাও রয়েছে বেশ। অতীতের তীক্ত অভিজ্ঞার পর অনেক দিন বিরতি নিয়েছিলেন প্রভা। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে এখনও খোলামেলা কথা বলেন তিনি।
আবারও নতুন করে কাজ শুরু করেছেন প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। তাকে নিয়ে মিডিয়ায় কয়েকবারই প্রেমের গুঞ্জন উঠেছে।
সহকর্মী তারকা মনোজের সঙ্গেও ছিল প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল, যে আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’
প্রভা বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল। কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।’
অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি।
সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’
প্রভা আরও বলেন, “প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

IMG-20250817-WA0010-1536x864
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
casement
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
1734070072HOMME
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
House-in-Britain
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
skynews-tractor-m20_6994532
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
IMG-20250818-WA0003
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সম্পর্কিত খবর