Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বঙ্গবীর ওসমানীর জন্মদিনে আলোর অন্বেষণ’র আলোচনা সভা

ডেস্ক সংবাদ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান ও মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ: মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা কোন দলের নয়, জাতির সম্পদ। বিএনপি ইতিহাস বিকৃতিতে পছন্দ বিশ^াস করেনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান ও মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী দেশ মাতৃকার সত্যিকারের সাহসী ও বীর সন্তান। কিন্তু পতিত ফ্যাসিস্ট হাসিনা ইতিহাস বিকৃতির মাধ্যমে তার পিতাকে বড় করতে গিয়ে পিতার যে কিছু অর্জন ছিল সেগুলোও বিসর্জন দিয়েছে। শহীদ জিয়া ও জেনারেল ওসমানীসহ মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সাহসী বীরদের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু ইতিহাস স্বাক্ষী তারা নিজেরাই আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি সোমবার (১ লা সেপ্টেম্বর) রাতে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সম্মিলিতভাবে দেশকে ফ্যাসিস্ট হাসিনা সরকার মুক্ত করেছি। কিন্তু এখন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এদেরকে সরাতে প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার আলোকেই আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। এজন্য দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনতার মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমরা শহীদ জিয়াকে যেমন তাঁর জায়গায় রাখবো। ঠিক সেইভাবে জেনারেল ওসমানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আব্দুল হামিদ খান ভাসানীকেও তাদের যথাযোগ্য স্থানে রাখবো। তরুণ প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় জালানী তেল বিপণন কোম্পানী যমুনা ওয়েলের পরিচালক বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহিত চৌধুরী।

আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল ও সহ-সভাপতি জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কবি ছয়ফুল আলম পারুল, লেখক মাওলানা শামসীর হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক ছাত্রদল নেতা সোহেল আহমদ, সাবেক কৃষকদল নেতা মারুফ আহমদ টিপু, শিল্পী সুয়েজ হোসেন, মানবাধিকার কর্মী নূরজাহান ছাদেক নূরী, নারী উদ্যোক্তা নিশাত ফাতেমা মেহের, কবি মাহফুজ জোহা, আখলাকুর রহমান, জীম হামযাহ, শামীমা আক্তার মাহা, ফাতেহা বেগম, সোহেল আহমদ সোহাগ, হাসান আহমদ সানি, জসিম হাসান রাফি, এমদাদুল হক রাজন, বুরহান উদ্দিন রিপন, ডেনী আহমদ, শফি উদ্দিন ফাহিম, সমাজকর্মী ইকবাল আহমদ, মো. আল আমীন, সাজ্জাদ মিয়া, কয়েস মিয়া, মাকসুদুর রহমান, ফিরোজা বেগম, পাবেল আহমদ, জাহিদ আহমদ, আহমদ আলী ও সিহাব রহমান প্রমূখ।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

5645545445541211221.jpg645b3b58a9a0d
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
কিন ব্রিজে মোটরসাইকেল চলবে
394781
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু
aca64a34f62141d3a15012f08955c55f9afb2131638cab82
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে
Untitled-1-copy-8
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
28-20241112000300
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা
image_222097_1757616440
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক
সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সম্পর্কিত খবর