দেশজুড়ে বজ্রপাতের ভয়াবহতায় রোববার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। অধিকাংশই কৃষি কাজের সময় বজ্রপাতে মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জনের মৃত্যু
জেলার নাসিরনগর ও আখাউড়ায় পৃথক বজ্রপাতে ৫ জন নিহত হন।
নিহতরা হলেন—
-
আব্দুর রাজ্জাক (কালিকচ্ছ, সরাইল)
-
শামসুল হুদা (গোর্কণ, নাসিরনগর)
-
জাকিয়া বেগম (দুর্গাপুর, ভলাকুট)
-
সেলিম মিয়া (রুটি, আখাউড়া)
-
জামির খাঁ (বনগজ, আখাউড়া)
তারা সবাই মাঠে ধান কাটার সময় বা বাইরে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। এক শিশু খেলাধুলার সময় বজ্রপাতে মারা যায়।
কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু
ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে ৩ জন কৃষক নিহত এবং ১ জন আহত হয়েছেন।
নিহতরা:
-
ফয়সাল মিয়া (২৮), শ্রীনগর, ভৈরব
-
ফারুক মিয়া (৬৫), রসুলপুর, ভৈরব
-
কবির মিয়া (২৫), হাজারিনগর, কুলিয়ারচর
আহত: -
আবু বকর (৬০), আড়াইবাড়িয়া, হোসেনপুর (বর্তমানে চিকিৎসাধীন)
নওগাঁয় ১ কৃষক নিহত
মান্দা উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে ধান জড়াতে গিয়ে বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামের এক কৃষক নিহত হন। আহত হয়েছেন শফিকুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জে ১ জন নিহত
সদর উপজেলার বুলনপুর গ্রামে কাইমুল (৪০) নামে এক কৃষক ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
হবিগঞ্জে ১ যুবকের মৃত্যু
আজমিরীগঞ্জ উপজেলার ডেমিকান্দি গ্রামে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে মৃত্যু হয় সাজু মিয়া (২০)–এর।