বিশ্ববিখ্যাত মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ বাংলাদেশে তাদের নিজস্ব গেম সার্ভার চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে গেমাররা এখন থেকে আরও উন্নত গেমিং অভিজ্ঞতা পাবেন, কম ল্যাগ ও লো ল্যাটেন্সি নিশ্চিত হবে।
একইসঙ্গে শুরু হয়েছে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর নিবন্ধন। অংশগ্রহণকারীদের জন্য ১০ লাখ টাকার প্রাইজ পুল ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
পাবজি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে গেমিং ইকোসিস্টেম গড়ে তুলতে তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করছে।