মেক্সিকো ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মঙ্গলবার (২৬ আগস্ট) মেক্সিকো সফররত বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক পরিচিতি অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে রাষ্ট্রদূত আনসারী বলেন, “বাংলাদেশ ও মেক্সিকো ভৌগোলিকভাবে দূরে হলেও, বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মতো অভিন্ন মূল্যবোধ আমাদের ঘনিষ্ঠ করে তুলছে।”
অনুষ্ঠানে ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপক্ষীয় সম্পর্ক : পারস্পরিক উন্নয়নের অংশীদারত্ব’ শীর্ষক একটি উপস্থাপনা হয়, যেখানে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতার অগ্রগতি তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে মেক্সিকোতে রপ্তানি ৭১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত ছয় মাসে ৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এটি মেক্সিকোকে লাতিন আমেরিকায় বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে।
রাষ্ট্রদূত আরও জানান, এনডিসি দেশের সামরিক ও বেসামরিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন ও এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ, ভারত, জর্ডান, কুয়েত ও নাইজেরিয়ার প্রতিনিধিরাও এই সফরে অংশ নেন।