Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ-মুশফিকসহ যারা থাকতে পারেন

ডেস্ক সংবাদ

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ ও ৩৭ বছর মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছেন দলের প্রত্যাশা মেটাতে। তাদের এখনও সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া নিয়ে বিস্মিত অনেকেই। ওয়াসিম আকরাম, ওয়াসিম জাফররা তো সমালোচনায় ধুয়েই দিয়েছেন তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা দেননি তারা। বিসিবিও অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে নিয়ে সরাসরি কোনো বার্তা দিচ্ছে না। এরই মধ্যে নির্বাচকদের প্রস্তাবিত কেদ্রীয় চুক্তির তালিকা জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ-মুশফিক দুজনেরই নাম প্রস্তাব করা হয়েছে। তবে প্রথমবারের মতো বাদ পড়ছেন সাকিব আল হাসান।
আগামী এক বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির জন্য সর্বমোট ২২ ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে শুধুমাত্র তাসকিন আহমেদকে। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম প্রস্তাব করা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। তবে এই তালিকাই চূড়ান্ত নয়, ফলে আসতে পারে পরিবর্তন।
এ বছরের জন্য প্রস্তাবিত চুক্তি তালিকা ফরম্যাটভিত্তিক না করে ক্যাটাগরিভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি, ও ডি। সাম্প্রতিককালে তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্স করা তাসকিনকেই শুধু ‘এ+’ ক্যাটাগরিতে বিবেচনা করা হচ্ছে।
‘এ’ ক্যাটাগরিতে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে নাম আছে টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। এই ক্যাটাগরিতে আরও আছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানার মতো সম্ভাবনাময় তারকারা।
‘সি’ ক্যাটাগরিতে নাম প্রস্তাব করা হয়েছে সৌম্য সরকার, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী। নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ আছেন ‘ডি’ ক্যাটাগরিতে।
তবে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। রিয়াদ ও মুশফিক প্রস্তাবিত চুক্তিতে আছেন অবসরের ব্যাপারে কিছু না জানানোয়। আর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে আসছেন নাহিদ, তানজিদ তামিম, জাকের আলী, রিশাদ হোসেনরা।
প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে যাদের নাম আছে-
‘এ’ প্লাস ক্যাটাগরি: তাসকিন আহমেদ;
‘এ’ ক্যাটাগরি: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম;
‘বি’ ক্যাটাগরি: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা;
‘সি’ ক্যাটাগরি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী;
‘ডি’ ক্যাটাগরি: নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

395547
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
395539
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
a3dcba2be5296bff2e91e613ffa43476d954182ff4b3f6b8
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
103147_b3
সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম
সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম
WhatsApp-Image-2023-12-17-at-06.51.40-9ee3a9f77691ea915db2386ec525b8f4
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
brrishtite-silete-abar-bnzar-cokh-rangani-seemaheen-voganti-1719887734
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা

সম্পর্কিত খবর