Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বৃষ্টিতে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ

ডেস্ক সংবাদ

চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে সৃষ্ট পানির প্রবল তোড়ে ভেঙে পড়েছে ৪৫ বছর আগে নির্মিত একটি পুরোনো কালভার্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকার শীতলঝর্ণা খালের ওপর অবস্থিত কালভার্টটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

ভেঙে পড়া কালভার্টটি নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো। কালভার্ট ভেঙে যাওয়ায় চার লেন বিশিষ্ট সড়কের একটি পাশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। আশপাশে পোশাক কারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় সাধারণ মানুষ ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল কালভার্টটি। তার ওপর গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিতে খালে পানির প্রবল স্রোত সৃষ্টি হলে সেটি ভেঙে পড়ে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কালভার্টটি ভেঙে যাওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।”

এদিকে, টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম শহরের চকবাজার, আগ্রাবাদসহ বেশ কয়েকটি নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে শহরের অন্যান্য অংশেও জনদুর্ভোগ বাড়ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

man-hospitalised-after-following-dangerous-diet-advice-chatgpt
চ্যাটজিপিটির পরামর্শে বিপদে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি
চ্যাটজিপিটির পরামর্শে বিপদে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি
images (2)
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পদ বিক্রি শুরু
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পদ বিক্রি শুরু
Screenshot_4
বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক
বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক
393570
একটিমাত্র ভুলেই প্রিয় চা হয়ে যেতে পারে বিষ!
একটিমাত্র ভুলেই প্রিয় চা হয়ে যেতে পারে বিষ!
images
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
accident1
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১

সম্পর্কিত খবর