Uk Bangla Live News

শিরোনাম:

ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ায় অপমান সইতে না পেরে চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৯ জুন) সকালে শ্বশুরবাড়িতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গৃহবধূর পরিবারের অভিযোগ, ব্যক্তিগত কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক যুবক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে হয়রানি করে আসছিলেন। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়া ও নিকট আত্মীয়দের কাছে পাঠানোর হুমকি দিয়ে ওই যুবক আদায় করেছেন নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। তবুও থামেনি সে। সম্প্রতি আরও টাকা দাবি করে না পেয়ে নিকটাত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি পাঠাতে থাকে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে সে।

পুলিশ জানায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি এলাকায় শ্বশুরবাড়িতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সৌদি আরব প্রবাসী নুরুন্ননবীর স্ত্রী মোর্শেদা খানম মুন্নি (২৭) । খবর পেয়ে গতকাল শনিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আট বছর বয়সী একটি ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত আবদুর রহিম সৌদি আরব প্রবাসী। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় থেকে ওই নারী আত্মহত্যা করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Print
Email

সম্পর্কিত খবর

সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে নিম্মাঞ্চল প্লাবিত
আনোয়ারায় বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়নি অথচ বিএনপি নেতারা গলা ফাটাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই বন্ধুর মৃত্যু, থাকবেন পাশাপাশি কবরে
চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত ৩