চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত শনিবার (২৯ জুন) সকালে শ্বশুরবাড়িতে তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, এক যুবক দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে অত্যাচার করছিল। ওই যুবক ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে, তাঁর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আদায় করে। তবুও তার ক্ষোভ থামেনি, এবং সম্প্রতি আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে সে আরও ব্যক্তিগত ছবি আত্মীয়দের কাছে পাঠাতে থাকে। এর ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানায়, সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি এলাকার শ্বশুরবাড়িতে সৌদি আরব প্রবাসী নুরুন্নবীর স্ত্রী মোর্শেদা খানম মুন্নি (২৭) ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর দুই শিশু সন্তান রয়েছে, একজন ৮ বছরের ছেলে এবং ৪ বছরের একটি মেয়ে।
অভিযুক্ত আবদুর রহিম, যিনি সৌদি আরবে অবস্থান করছেন, তার বক্তব্য জানা যায়নি। পুলিশ পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী বলেন, পরিবার এবং স্বজনদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় থেকেই ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।