Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটেনগামী ফ্রিজ লরি থেকে ১৩ অবৈধ অভিবাসী উদ্ধার

ডেস্ক সংবাদ

ফ্রান্সের সেন্ট-হিলেয়ার-কটেস এলাকায় একটি ফ্রিজ লরি থেকে ১৩ জন অবৈধ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ক্যালাইস থেকে প্রায় ৪৫ মাইল দূরের একটি বিশ্রামস্থলে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নাবালক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, ইরিত্রিয়ান অভিবাসীরা মরক্কো থেকে চেরি টমেটো বহনকারী একটি রেফ্রিজারেটেড লরির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চালক ঘুমাচ্ছিলেন বলে তারা তা করতে সক্ষম হয়। দীর্ঘ সময় চরম ঠাণ্ডায় আটকা থাকায় অভিবাসীরা অসুস্থ হয়ে পড়েন।

এক প্রত্যক্ষদর্শীর চিৎকার শুনে খবর দিলে বিকেল ৩টার দিকে জরুরি সেবা, প্যারামেডিক ও জেন্ডার্ম বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর চারজনকে হাইপোথার্মিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ প্রাপ্তবয়স্কদের জিজ্ঞাসাবাদে নিয়েছে এবং নাবালকদের সামাজিক সেবা বিভাগ ও একটি অভিবাসী সহায়তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

পা-দে-ক্যালাইস অঞ্চলের প্রিফেকচারের চিফ অব স্টাফ ক্রিশ্চিয়ান ভেদেলাগো বলেন, “তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা ফ্রিজের ভেতরে ছিল।”

ফ্রিজ লরির মাধ্যমে বিপজ্জনক অভিবাসন নতুন নয়। ২০১৯ সালে যুক্তরাজ্যের গ্রেজে এক ফ্রিজ লরি থেকে ৩৯ জন ভিয়েতনামি নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ২০০০ সালে ডোভার বন্দরে ৫৮ জন চীনা অভিবাসী একইভাবে প্রাণ হারান।

বিশেষজ্ঞদের মতে, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়লেও লরি ব্যবহার করে অবৈধ অভিবাসন এখনও উদ্বেগজনক হারে চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

1755161092_0
ব্রিটেনগামী ফ্রিজ লরি থেকে ১৩ অবৈধ অভিবাসী উদ্ধার
ব্রিটেনগামী ফ্রিজ লরি থেকে ১৩ অবৈধ অভিবাসী উদ্ধার
Screenshot_2
মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি, হাইকমিশনের সতর্কবার্তা
মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি, হাইকমিশনের সতর্কবার্তা
Screenshot_1
যুক্তরাজ্য থেকে আসছে তিনটি এলএনজি কার্গো
যুক্তরাজ্য থেকে আসছে তিনটি এলএনজি কার্গো
IMG-20250817-WA0010-1536x864
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
casement
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
1734070072HOMME
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে

সম্পর্কিত খবর