Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটেনের ইইউতে ফিরে আসার সম্ভাবনায় ইউরোপে মিশ্র প্রতিক্রিয়া

ডেস্ক সংবাদ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার এক দশক পর, ইউরোপের প্রধান চারটি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন—এর জনগণের একটি বড় অংশ ব্রিটেনের ইইউতে পুনরায় যোগদানের পক্ষে মত দিয়েছেন। তবে এক শর্তে—আগের মতো বিশেষ ছাড় বা ‘অপ্ট-আউট’ সুবিধা না রেখে।

YouGov পরিচালিত এক জরিপে দেখা গেছে, চারটি বড় ইইউ সদস্য দেশের ৫১% থেকে ৬৩% মানুষ ব্রিটেনকে পুনরায় ইইউতে দেখতে চান। কিন্তু একই সঙ্গে তারা চান, যুক্তরাজ্য যেন এবার পুরোপুরি ব্লকের নিয়মকানুন মেনে চলে, যেমন—ইউরো গ্রহণ ও শেনজেন পাসপোর্ট-মুক্ত অঞ্চলে অংশগ্রহণ।

তবে জরিপে এটাও উঠে এসেছে যে, ব্রিটেন যদি আগের মতোই বিশেষ সুবিধা রেখে পুনরায় ইইউতে যোগ দিতে চায়, তাহলে ইউরোপের অধিকাংশ মানুষ (৪১–৫২%) সেই প্রস্তাবের বিরোধিতা করবেন।

যুক্তরাজ্যের মধ্যেও মতামত বিভক্ত। সরাসরি প্রশ্নে ৫৪% ব্রিটিশ নাগরিক পুনরায় ইইউতে যোগদানের পক্ষে মত দিলেও, যদি সেই ফিরে আসা মানে হয় পূর্ববর্তী ছাড় ত্যাগ, তাহলে সমর্থন কমে দাঁড়ায় ৩৬%-এ। এর বিপক্ষে অবস্থান নেন ৪৫%।

রাজনৈতিক অবস্থান অনুসারে সমর্থনের হারও ভিন্ন। লেবার ও লিবারেল ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৫৮% এবং ৪৯%, তবে পূর্বের সুবিধা বাদ দিলে তা অনেকটা কমে যায়। কনজারভেটিভ ও রিফর্ম ইউকে সমর্থকদের মধ্যে এই হার আরও কম—১২% এবং ৯%।

ডেনমার্ক এই জরিপে অংশ নেওয়া পঞ্চম দেশ হিসেবে উল্লেখযোগ্য। এখানকার ৭২% নাগরিক যুক্তরাজ্যের পুনঃযোগদানে আগ্রহী, এমনকি পূর্বের অপ্ট-আউট সুবিধা রেখে ফিরলে তারাও তুলনামূলক বেশি সমর্থন দেখিয়েছেন (৪৩%)।

জরিপে আরও দেখা গেছে, ইউরোপের বেশিরভাগ মানুষ (৬৩–৭৫%) একটি স্বাধীন স্কটল্যান্ডের ইইউ সদস্যপদকে সমর্থন করবেন।

বর্তমানে যুক্তরাজ্যের লেবার সরকার ইইউর সঙ্গে সম্পর্ক “পুনর্গঠনের” চেষ্টা করলেও, পুনরায় সদস্যপদ অর্জনের পরিকল্পনা এখনো বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না।

Print
Email

সর্বশেষ সংবাদ

Britain-bf864e674f1f8a2cd5bc104da74d797c
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি
Screenshot_28
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
যুক্তরাজ্যে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের জন্য প্রতিবন্ধী প্রশিক্ষণের আহ্বান
Screenshot_27
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন নেটওয়ার্ক
Screenshot_26
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, হাজারো মানুষ পানিবিহীন
Screenshot_25
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধিতে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৬%
Screenshot_24
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা
আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: ব্রিটেনে অস্থিরতার শঙ্কা

সম্পর্কিত খবর