Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার তীব্র যানজট!

ডেস্ক সংবাদ

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে শত শত কিলোমিটার তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যানজটের কারণে হাজার হাজার পূণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকে থাকা যানবাহনের সারি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভমেলায় মানুষের ভিড় কমে যেতে পারে মনে করা হয়েছিল। তবে, পরিস্থিতি ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এখানো হাজার হাজার পূণ্যার্থী স্নানের উদ্দেশে প্রয়াগরাজ রওনা দিয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। পুলিশ প্রয়াগরাজ যাওয়ার পথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। আজ কুম্ভমেলামুখী সড়কে ২০০-৩০০ কিলোমিটার লম্বা যানজট রয়েছে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজট হচ্ছে। শহরের ভেতরেও প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্র্যাফিক ব্যবস্থা চালু রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (রেওয়া জোন) সাকেত প্রকাশ পান্ডে বলেন, প্রচুর যানবাহনের কারণে এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে। প্রয়াগরাজ প্রশাসনের সাথে সমন্বয় করেই যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।
দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকা পড়েছেন মহাকুম্ভে আসা হাজার হাজার ভক্ত। যানজটে আটকে থাকা এক ভুক্তভোগী জানান, তিনি যানবাহনে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছেন। মাত্র ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগছে।
পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার (ট্রাফিক) কুলদীপ সিং বলেন, মেলাস্থলে পৌঁছানোর জন্য প্রচুর যানবাহনের কারণে এই যানজটের তৈরি হয়েছে। গাড়ির সংখ্যা অনেক বেশি। যাত্রীরা যতটা সম্ভব মহাকুম্ভ মেলা এলাকার কাছাকাছি আসার চেষ্টা করছেন। এর ফলে দীর্ঘ যানজট হচ্ছে।
উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই অব্যবস্থার জন্য বিজেপির যোগী আদিত্যনাথ সরকারকে দুষেছেন। রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে জানিয়েছেন অখিলেশ।
কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৪ কোটি মানুষ মহাকুম্ভে গঙ্গায় ডুব দিয়েছেন। কুম্ভমেলা প্রতি ১২ বছরে একবার একবার অনুষ্ঠিত হয়। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_12
পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম
পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম
WhatsApp-Image-2025-07-05-at-20.42.03_676ae1c8-800x445
বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার
বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার
WhatsApp-Image-2025-07-05-at-20.49.42_507fc6cc-800x445
৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার
৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার
Screenshot_11
যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি
যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি
Screenshot_10
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ব্রিটেন
ashura-2307281237-2307281712
আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

সম্পর্কিত খবর