কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমন (৪৫) মাছভর্তি একটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের ২০ ড্রাম পাঙ্গাশ মাছ নিয়ে একটি টমটমে করে কটিয়াদী যাচ্ছিলেন। পথিমধ্যে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে সুমন ও তার ৪-৫ জন সহযোগী তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেন। পরে মাছসহ গাড়িটি নিয়ে তারা চলে যান স্বনির্ভর বাজারে একটি মাছের আড়তে।
ঘটনার পর মাছচাষি আবু তাহের কটিয়াদী মডেল থানায় মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। তবে তার সহযোগীরা মাছভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ই বাজিতপুর উপজেলার বাসিন্দা হওয়ায় আটক সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, “সুমন কোনো রাজনৈতিক পদে নেই, তবে তিনি সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে। এ ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি।”