মালয়েশিয়ার ফেডারেল রিজার্ভ ফোর্স (পিএসপি) এক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া সিগারেট ও নগদ অর্থসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অভিযানে তার কাছ থেকে প্রায় ৯৪ হাজার রিংগিট মূল্যের সিগারেট, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি এলাকায় অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে আটক করা হয়। তিনি একটি টয়োটা ক্যামরি গাড়িতে অবস্থান করছিলেন।
তবে তদন্তের স্বার্থে এখনো আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
অভিযানে যা যা জব্দ করা হয়েছে:
-
নগদ অর্থ: ৭,৩৬৪ মালয়েশিয়ান রিংগিত
-
মোবাইল ফোন: ২টি
-
গাড়ি: ১টি (টয়োটা ক্যামরি)
-
চোরাচালানকৃত সিগারেট: আনুমানিক মূল্য ৯৪,৩৫৭ রিংগিত
পিএসপি কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি এমডি ইউসুফ জানান, গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ছিল চোরাচালানের সিগারেট। আটক ব্যক্তি তার বৈধ ভ্রমণের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
কোন ধারায় মামলা?
আটক বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ার নিম্নোক্ত আইনে মামলা করা হয়েছে:
-
১৯৬৭ সালের কাস্টমস অ্যাক্ট: ধারা ১৩৫(১)(ডি)
-
১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট: ধারা ৬(১)(সি)
-
১৯৭৬ সালের আবগারি আইন: ধারা ৭৪
পরবর্তী তদন্তের জন্য তাকে ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) হস্তান্তর করা হয়েছে।
পুলিশের মন্তব্য
কমান্ডার রোসলি বলেন, “এই ধরনের যৌথ অভিযান আইন প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোরাচালানের মতো অপরাধ শুধু সরকারের রাজস্বেই ক্ষতি করে না, বরং দেশের নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাপনেও বিঘ্ন ঘটায়।”