Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ১ বাংলাদেশি নিহত

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে তিনটি গাড়ির সংঘর্ষের ফলে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সেলাঙ্গর হুলু সেলাঙ্গর জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি জানান, খবর পাওয়ার পর বুকিত সেন্টোসা ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশন, কুয়ালা কুবুর ভারু এবং তানজুং মালিম থেকে ২১ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়।

অবশ্য, সংঘর্ষে একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ি জড়িত ছিল। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশি মারা যান। ঘটনাস্থলে এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে তার বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এছাড়া, লরিতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন, যার বয়স ৫১ বছর, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া, এক ট্রাকচালকও আহত হয়েছেন, যার বয়স ২৬ বছর। টয়োটা গাড়িতে থাকা দুইজনও আহত হয়েছেন, তাদের বয়স যথাক্রমে ৫২ ও ১৮ বছর।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

395547
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
395539
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
a3dcba2be5296bff2e91e613ffa43476d954182ff4b3f6b8
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
103147_b3
সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম
সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম
WhatsApp-Image-2023-12-17-at-06.51.40-9ee3a9f77691ea915db2386ec525b8f4
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা
brrishtite-silete-abar-bnzar-cokh-rangani-seemaheen-voganti-1719887734
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা
সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা

সম্পর্কিত খবর