Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

“ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল” সফলে সিলেটে সমন্বয় সভা

ডেস্ক সংবাদ

সিলেটের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রবাসী অধ্যুষিত পরিচিতিকে কাজে লাগিয়ে দেশের বিয়ের আয়োজনকে নতুন মাত্রা দিতে আয়োজন করা হচ্ছে প্রথমবারের মতো “ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল”।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত হয়েছে এক সমন্বয় সভা।সমন্বয় সভায় আয়োজকরা জানান, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
এই কার্নিভালের মূল লক্ষ্য হলো বিয়ের গন্তব্য হিসেবে সিলেটকে জনপ্রিয় করে তোলা, যেন দেশের যেকোনো প্রান্ত থেকে বিয়ের আয়োজন করতে গিয়ে মানুষ সিলেটকেই বেছে নেয়। একইসঙ্গে, বিয়ে সংক্রান্ত সকল সেবা যেন এক ছাতার নিচে পাওয়া যায়—সে লক্ষ্যেই এই উদ্যোগ।আয়োজকদের মতে, অনেকেই বিয়ের আয়োজন করতে বিদেশমুখী হচ্ছেন। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি পরিবার ও আত্মীয়স্বজনদের জন্য তা হয়ে উঠছে অসুবিধাজনক।
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নিরাপদ এবং পর্যাপ্ত সুবিধাসম্পন্ন সিলেট হতে পারে একটি আদর্শ গন্তব্য।পরিবার, পরিবেশ ও উচ্চমানের সেবার নিশ্চয়তার পাশাপাশি, এখানে পাওয়া যাবে সম্পূর্ণ হ‍্যাসেল ফ্রি ওয়েডিং প্ল্যানিং সাপোর্ট।ওয়েডিং কার্নিভালে থাকছে— ক্লথ, জুয়েলারি ও ওয়েডিং ডেকর কর্নার, মেহেদি ও মেকআপ লাইভ স্টল, কালার কসমেটিকস প্রোডাক্ট, বিয়ের ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি সার্ভিস, খাবার ও ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, হোটেল বুকিং ও ট্রাভেল ডেস্ক।
আয়োজকরা আরও জানিয়েছেন, কেউ যদি একেবারে গায়ে হলুদ থেকে শুরু করে বউভাত পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই বিয়ের পুরো আয়োজন সম্পন্ন করতে চান, তবে এখানেই তারা পাবেন সেই সুবিধা।সঞ্চালনায় ছিলেন, তায়্যিবা তাইবা সুকন্যা ও শেখ শাহিনা।
এসময় বক্তব্য রাখেন, গ্র্যান্ড সিলেটের জিএম ফ্রাঙ্ক ফরগেট, গ্র্যান্ড সিলেটের ফাইনান্স কন্ট্রোলার আতিকুর রহমান আতিক, ফটোগ্রাফার বাপ্পি ত্রিবেদী, আমান উল্লাহ কনভেনশনের জিএম ফাহিদ হোসেন, ইনোভেশন ৩৬০ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্নধার ইফতেখার ইরাদ।এসময় উপস্থিত ছিলেন সিলেটে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, ফটোগ্রাফার ভিডিওগ্রাফারসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীবৃন্দ।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2025-09-11 at 7.46.09 PM
“ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল” সফলে সিলেটে সমন্বয় সভা
“ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল” সফলে সিলেটে সমন্বয় সভা
WhatsApp Image 2025-09-12 at 6.34.56 PM
বায়তুন নাযাত জামে মসজিদে ২য় সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বায়তুন নাযাত জামে মসজিদে ২য় সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
304fa7e1509b6063d878a386dd2753b747f568c789febc47
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
163863
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
163873
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
1f27fd307a5351d01f3c2949fa0a0243bea02010fae3437c
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে

সম্পর্কিত খবর