ইংল্যান্ডের ব্যস্ততম মহাসড়ক এম২৫-এ একটি টায়ারবোঝাই লরিতে হঠাৎ আগুন লাগার ফলে বুধবার (১৩ আগস্ট) বিকেলে সড়কের অ্যান্টি-ক্লকওয়াইজ অংশে (J30 ডার্টফোর্ড থেকে J29 রমফোর্ড পর্যন্ত) যান চলাচল বন্ধ হয়ে যায়।
আগুন থেকে প্রচণ্ড কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে এসেক্স, লন্ডন ও কেন্ট ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ঘটনায় কেউ আহত হয়নি এবং পুলিশের ভাষ্য অনুযায়ী আগুনের কারণ হতে পারে লরির যান্ত্রিক ত্রুটি।
ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, রাস্তার ক্ষতির কারণে এই অংশ সারাদিন বন্ধ থাকতে পারে এবং পুনরায় পৃষ্ঠতল মেরামতের (resurfacing) প্রয়োজন হতে পারে। অ্যান্টি-ক্লকওয়াইজ সব লেন এবং ক্লকওয়াইজ পথে লেন ৩ ও ৪ বন্ধ রয়েছে।
ফলে ডার্টফোর্ড টানেলসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। চালকদের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে এবং ন্যাশনাল হাইওয়েজ যাত্রীদের যাত্রা বিলম্বিত করতে বা অতিরিক্ত সময় হাতে রাখতে বলেছে।
প্রতিদিন প্রায় ২ থেকে ২.৫ লাখ যানবাহন চলাচল করে এম২৫-এ, ফলে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগ ডেকে আনে।
সূত্র: দ্য এক্সপ্রেস