Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে বৈধ অভিবাসীদের ক্ষোভ

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফে অবস্থিত ব্রিটানিয়া হোটেলের সামনে সম্প্রতি একদল অভিবাসী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। তারা জানিয়েছেন, এই প্রতিবাদ কোনো ডানপন্থী রাজনৈতিক উদ্যোগ নয়; বরং একটি ন্যায্য ও আইনভিত্তিক অবস্থান। যারা নিয়ম মেনে যুক্তরাজ্যে এসেছেন, তারা চান—আইনের শাসন বজায় থাকুক এবং অবৈধ অভিবাসনের কারণে বৈধ অভিবাসীদের সুনাম ক্ষুণ্ন না হোক।

হাঙ্গেরি থেকে আসা এক অভিবাসী বলেন, “আমিও একজন অভিবাসী। আমরা কারও বিরুদ্ধে নই, বরং সেইসব মানুষের বিরোধিতা করি যাদের পরিচয় বা উদ্দেশ্য অস্পষ্ট। এখন দেশে বিশৃঙ্খলা বাড়ছে, সরকার যদি নাগরিকদের কথা না শোনে, পরিস্থিতি আরও খারাপ হবে।”

১৯৬১ সালে যুক্তরাজ্যে আসা একজন অভিজ্ঞ অভিবাসী বলেন, “আমি বৈধভাবে এসেছি এবং এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মনে করি, এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। এখানেই বোঝা যায় কেন বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসতে চায়।”

চীন থেকে আসা এক নারী অভিবাসী জানান, “আমরা যারা নিয়ম মেনে এসেছি, আমরা পরিশ্রম করি, কর দিই, দেশ গড়ায় ভূমিকা রাখি। আমাদের অবস্থান কোনো ঘৃণামূলক রাজনীতির অংশ নয়; বরং ন্যায্যতা ও সম্মানের জন্যই আমরা বলছি।”

কাউন্সিল ও হোম অফিসের প্রতিক্রিয়া

টাওয়ার হ্যামলেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটানিয়া হোটেলে আশ্রয়প্রার্থীদের অস্থায়ী আবাসনের বিষয়টি তাদের জানা আছে। হোম অফিস এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে হোটেলে অবস্থানরতদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে।

নীতিগত প্রশ্ন ও অভ্যন্তরীণ বিভাজন

এই বিক্ষোভ দেখিয়েছে যে অভিবাসী সম্প্রদায়ের মধ্যেও অভিবাসন নিয়ে মতপার্থক্য রয়েছে। সব অভিবাসী উদার অভিবাসন নীতিতে বিশ্বাস করেন না। যারা বৈধ পথে যুক্তরাজ্যে এসেছেন, তারা চান যেন আইন-শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য রক্ষা করা হয়।

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

GettyImages-696622564-674ca3ef12af48cf85d27874dc7cc263
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
Screenshot_25
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
81768281-l
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
1000264292-f43899b4e58a2ed4f0815fc7be87f3ee
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
Screenshot_24
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
valo-sobi-2-20180920132203
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর
শুধু ছবি তুলতে গিয়ে দেশ ছেড়ে বিদেশে দুই কিশোর

সম্পর্কিত খবর