Uk Bangla Live News

যুবলীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার পরিবারে হামলা

যুবদল নেতার পরিবারে হামলা
ডেস্ক সংবাদ

ওসমানীনগর উপজেলার যুবলীগ নেতা নাঈম চৌধুরী ও মফিজুল ইসলাম ও তাদের সহযোগীদের নেতৃত্বে যুবদল নেতার পরিবারে হামলা মহিলাসহ গুরুতর আহক তিন জন। স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার দুপুরে প্রায় আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গাভুরটেকি গ্রামে যুবদল নেতার পরিবারে হামলা র এই ঘটনাটি ঘটে। ঘটনায় আহত ৩ জন হলেন ওয়ার্ড যুবদল সভাপতি বশির আহমদের ভাই আব্দুল হান্নান (৫৫), আনোয়ার মিয়া (৫২) ও আব্দুল মান্নানের স্ত্রীয় সুফিয়া বেগম (৫০)।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাঈম চৌধুরী ওসমানীনগরের আওয়ামীপন্থী চেয়ারম্যান শাহেদ আহমদ মুসার সহযোগী হিসেবে বহুদিন ধরে কাজ করে আসছিলেন। গত শুক্রবার মুসাকে আইনশৃঙ্খলা ধরে নিয়ে যাওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এই ঘটনার পর থেকে নাঈমকে আওয়ামী লীগের লোক বলে মন্তব্য করলে বশির আহমদের পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে নাঈম ও তার সহযোগীরা হামলা চালায়। এরপর নাঈম ও মফিজুলের নির্দেশনায় তাদের অনুসারীরা সুযোগ বুঝে আব্দুল হান্নান ও আনোয়ার মিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতরভাবে আহত কওে পরিবারের লোকদের বাঁচাতে যখনই বাড়ির নারী সদস্য সুফিয়া বেগম ছুটে আসেন তখনই তাকে ও আক্রমণ করেন নাঈমের অনুসারীরা। তবে নাঈমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এলোপাতাড়ি ভাবে মারার ফলে আহতদের চোখে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা চলমান রয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

আহতদের পারিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

Print
Email

সম্পর্কিত খবর

কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
ভারতীয় পুলিশের হাতে চার আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সিলেটে দেড় কোটি টাকার পণ্য জব্দ
সাংবাদিক জুয়েলের পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২
বার্মিংহামে ঘূর্ণিঝড়ে সিলেটি প্রবাসীর মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বছরে শেষ হয়েছে ১১ ভাগ কাজ
ওসমানীতে বিমানের সিটের নিচে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি