Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

ডেস্ক সংবাদ

কক্সবাজার জেলা ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে একটি বিস্তৃত প্রকল্পের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

এ বিষয়ে ২৮ এপ্রিল ঢাকার জাপান দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো প্রকল্পটির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কক্সবাজার ও ভাসানচরের প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় এই প্রকল্পের আওতায় সহায়তা পাবে।

এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এর পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সুরক্ষা পরিষেবা নিশ্চিত করা হবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি বলেন, ‘‘জাপান সরকারের সহায়তায় এই প্রকল্প রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে।’’ তিনি আরও বলেন, ‘‘কক্সবাজার ক্যাম্পে আমার প্রথম সফরের পরেই এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত।’’

তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে এবং জাপান সংকটের টেকসই সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

69889c48-7bd0-4003-95f0-5175be347e04-800x445
মহামারীর পর থেকে উদ্বেগ এবং বিষণ্ণতার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যয় দ্বিগুণ হয়েছে
মহামারীর পর থেকে উদ্বেগ এবং বিষণ্ণতার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যয় দ্বিগুণ হয়েছে
16390
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সমাজের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সমাজের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে
1745815890.Japan
রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
733007936d41f365dc7c56c3677c12fddc936eb9fe96cad4
সিলেটের ৫টিসহ ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিত
সিলেটের ৫টিসহ ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিত
d5bfa15fc8488310589fe4c4d74d9f92f396508bdafcfa92
‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর নির্দেশ
‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর নির্দেশ
6cdf4f065e52d1e918076ecfaa2c9d946eb02621e2783f84
মার্চে ধর্ষণের শিকার ১৬৩ জন, নির্যাতনের শিকার ৪৪২ নারী ও শিশু
মার্চে ধর্ষণের শিকার ১৬৩ জন, নির্যাতনের শিকার ৪৪২ নারী ও শিশু

সম্পর্কিত খবর