ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্যসমাপ্ত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হঠাৎ করে নিষ্ক্রিয় (ডিজেবল) হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠলেও, ‘Indigenous Cyber Warriors’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে—তাদের উদ্যোগেই সর্ব মিত্রের আইডি ডিজেবল করা হয়েছে।
ওই পেজে দুটি স্ক্রিনশট প্রকাশ করে লেখা হয়: “দালাল সর্ব মিত্র চাকমা, আইডি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হলো!” পোস্টে আরও বলা হয়, “সেটলারদের দালালের আইডি নিষ্ক্রিয় করা হলো। এটি Indigenous Cyber Warriors টিমের পক্ষ থেকে নেওয়া একটি পদক্ষেপ।”
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হন সর্ব মিত্র চাকমা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মনোনীত প্রার্থী ছিলেন।
এ বিষয়ে সর্ব মিত্র চাকমা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।