বলিউড সুপারস্টার সালমান খান এর বাড়িতে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত অবস্থা চলছিল, এবার সেই ঘটনা ফের ঘটলো জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতেও। জানা গেছে, এই গুলি চালানোর পেছনে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টায়। দিশার বরেলীর বাড়িতে অজ্ঞাতপরিচয়ের দুই জন মোটরবাইকে এসে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
এই হামলার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে দিশার দিদি খুশবু পাটানির একটি বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া। খুশবু পাটানি, যিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং সামাজিক মাধ্যমে বেশ পরিচিত, সম্প্রতি ধর্মগুরু অনিরুদ্ধাচার্যের কিছু মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অনিরুদ্ধাচার্য এক ধর্মীয় সভায় বলেন, আজকের যুগে পুরুষরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসেবে খোঁজেন, কিন্তু ওই মহিলারা ইতোমধ্যে চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী হয়ে থাকতে পারেন। এই মন্তব্যকে নারীবিদ্বেষী বলে চিহ্নিত করে খুশবু ক্ষোভ উগরে দেন এবং অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলে কটাক্ষ করেন।
খুশবু বলেন, ‘এই লোকটা আমার সামনে থাকলে, আমি তাকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। সমাজের নপুংসকদের এই লোকটাকে অনুসরণ করা উচিত নয়।’ এছাড়াও তিনি ধর্মগুরু প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন।
হামলার পর দিশার পরিবার পুলিশকে খবর দেয় এবং বর্তমানে বাড়ির সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।