সিলেট মহানগরকে অপরাধমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। তিনি বলেন, “অপরাধ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
গত দুই দিনে এসএমপির বিশেষ অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কমিশনার।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নগরীর ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, তীর জুয়া, চুরি-ছিনতাই, প্রবাসীদের সম্পত্তি দখল এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান। কমিশনার এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া তিনি জানান, নগরবাসীর জন্য পুলিশি সেবা সহজ করতে আগামী ১ অক্টোবর থেকে GenieA.app চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পুলিশি সেবা পেতে পারবেন।
সভায় এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।