সিলেটের ওসমানীনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে একই গ্রামের দুই পরিবার। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও এক পক্ষ তা মেনে নেয়নি।
আজ দুপুরে অপর পক্ষের বাড়িতে একটি অনুষ্ঠানের সময় জমি এবং ফুটবল খেলাকে ঘিরে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।