সিলেট নগরীর বারুতখানায় একটি ভবনের ছাদ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ওই যুবক মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মরদেহের পাশেই একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই যুবক ছাদে উঠে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন।
নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কী উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।