সিলেট শহরের একটি হোটেলে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে সংঘটিত ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি আব্বাস মিয়াকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আব্বাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (১৩ জুলাই) বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চা পরিবেশন করতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী রুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।