জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে বাংলাদেশের ভালো পারফরম্যান্সে। প্রথম দিনে কোনো উইকেট না হারানো জিম্বাবুয়ে আজ দিনের শুরুতে দ্রুত তিনটি উইকেট হারায়। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তরুণ পেসার নাহিদ রানা এবং একটি উইকেট দখল করেন হাসান মাহমুদ।
দুই দলের মধ্যে সিরিজের এটি দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জয় পেয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার পেস আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলেছে।