Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

১০ দিনে কত আয় করলো ‘তুফান’?

ডেস্ক সংবাদ

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের আলোচিত ‘তুফান’ সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় ছিল চোখে পড়ার মত। মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনেও ছিল একই চিত্র।

সিনেমাটি মুক্তির ১০ দিন পর পরিচালক রায়হান রাফী জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘তুফান’।

রাফীর ভাষ্য, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে ‘তুফান’। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শিগগির আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো।

‘তুফান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে ‘তুফান’।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র দাবি করছে, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

রায়হান রাফী বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি সাতদিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকেট পাচ্ছে না। দুদিন আগে টিকেট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে।

শুধু দেশে নয়, শুক্রবার (২৮ জুন) যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবু ধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ডসহ ১৫টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে।

অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবিসহ অন্যান্য দেশগুলোতে ‘তুফান’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে যাচ্ছে।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Print
Email

সম্পর্কিত খবর

বিচারকের দায়িত্বে ইলিয়াস কাঞ্চন-বাঁধন
বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী
চলে গেলেন বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন
কবি হেলাল হাফিজের মৃত্যু নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত
একুশে পদকজয়ী শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
সঞ্জয়ের লুকে চমকে উঠলেন ভক্তরা
একাধিক শুটিংয়ে ব্যস্ত সালমা
শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে প্রাণনাশের হুমকি!