Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘অবরুদ্ধ’ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি

ডেস্ক সংবাদ

শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমদিন অফিসে এসেই অবরুদ্ধ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে বলে খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বিভিন্নভাবে যোগাযোগ করেও দেখা মেলেনি তার।
তাদের দাবি, বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী বলেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বলতে কেউ নেই। ভিসি, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ তিনজনই লাপাত্তা। যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে ভিসি ক্যাম্পাসে আসার খবর পেয়ে সবাই অবস্থান নিয়েছি আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক চলছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। পরে নাম পাল্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করে আওয়ামী লীগ সরকার।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নঈমুল হক চৌধুরী নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক জালিয়াতি করেন। এসব অভিযোগের ভিত্তিতে মেয়াদ শেষ হলে প্রথমে চাকরি হারান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নঈমুল হক চৌধুরী। এরপর একই পথে যেতে হয় ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরীকে।
প্রথম ভিসির মেয়াদ শেষে ২০২৩ সালের শুরুতেই দ্বিতীয় ভিসি হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ডা. এনায়েত হোসেন যোগ দেওয়ার আগে আগের উপাচার্যের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা স্থগিত করার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এরপর ২২ মাস পেরিয়ে গেলেও কোনো বেতন-ভাতা পাননি কর্মকর্তা-কর্মচারীরা।
নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা দূর করার আশ্বাস দেন ভিসি ডা. এনায়েত। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর হলেও এসবের কোনো কিছুই করেননি তিনি। উল্টো কর্মরত কর্মকর্তা-কর্মচারীর মধ্য থেকে নিজের পছন্দমতো বিভিন্ন পদে নতুন করে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন ভিসি এনায়েত। আগের ভিসির মতো তার বিরুদ্ধেও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ অবস্থায় সৃষ্ট জটিলতা ও বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ তিনজনই লাপাত্তা। গত মাসে পদত্যাগ করেছেন রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান। তার বিরুদ্ধেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

2e3f85356402c0a410222b8b2ba908fd335e678053e26a69
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
untitled-11-1715492850
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
Screenshot_7
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
Screenshot_6
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
Screenshot_1
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
Screenshot_2
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন

সম্পর্কিত খবর