হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনের প্রাক্তন সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রতিথযশা আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই আজ ১১ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁকে যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। জানাজা ও দাফনের সময়সূচী পরবর্তিতে জানানো হবে।
প্রাক্তন সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই একজন প্রতিথযশা আইনজীবী বা রাজনীতিবিদই ছিলেন না; উনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ভালো মানুষ ও পরোপোকারী যাকে যেকোনো সংকট ও সমস্যায় পাশে পাওয়া যেতো। হবিগঞ্জের বিভিন্ন ন্যায্য দাবী আদায়, সালিশের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, অধিকারহীন ও বঞ্চিত মানুষের পাশে থেকে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জ তথা বাংলাদেশ একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী, সৎ রাজনীতিবিদ ও সর্বজনশ্রদ্ধেয় সামাজিক ব্যক্তিত্বকে হারালো। আমি হারালাম আমার একজন অভিভাবক ও সত্যিকারের শুভাকাংখী ও প্রেরণাদানকারী। তাঁর মৃত্যু আমাদের হবিগঞ্জ তথা দেশের জন্য এক বিরাট ক্ষতি। মহান আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।”